Logo
Logo
×

জাতীয়

কোমায় হাদী : জরুরি ‘বি নেগেটিভ’ রক্ত দরকার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম

কোমায় হাদী : জরুরি ‘বি নেগেটিভ’ রক্ত দরকার

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি জানান, কিছুক্ষণ আগে ওসমান হাদীকে হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ওসমান হাদীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আজ বিকাল ৩টায় জানানো হয়েছে, তার জন্য জরুরি ভিত্তিতে ‘বি নেগেটিভ’ রক্ত প্রয়োজন। রক্তদাতাদের যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, বর্তমানে তিনি কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ।

তিনি বলেন, হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি এখন কোমায় আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার