স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কাজ, অপ্রাপ্তবয়স্কসহ ১২ নারী উদ্ধার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ এএম
রাজধানীর বনানীতে স্পা সেন্টারের আড়ালে মানবপাচার ও বাধ্যতামূলক যৌনবৃত্তির অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় উদ্ধার করা হয়েছে ১২ জন নারীকে, যার মধ্যে ৭ জনই অপ্রাপ্তবয়স্ক।
আটককৃতরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৭), রাকিবুল ইসলাম (২৫), গোলাম মোর্শেদ ওরফে সৌমিক (২৬), রাব্বি ইব্রাহীম (২৩), জহিরুল (৩৩) এবং শ্যামল কুমার (৪৭)।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট বনানীর ‘রিলাক জোন বিউটি পার্লার অ্যান্ড সেলুন’ নামের স্পা সেন্টারে অভিযান চালায়। অভিযানে স্পার ভেতরের কয়েকটি কক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে প্রলোভন দেখিয়ে আনা নারীদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিআইডি বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর বিভিন্ন ধারায় বনানী থানায় মামলা (নং-০৬) দায়ের করেছে।
এ মামলায় স্পা সেন্টারের মালিক মোবারক আলী ওরফে সবুজ (৩৬) এবং ভবন মালিক মো. দেলোয়ার হোসেনকেও অভিযুক্ত করা হয়েছে। তারা দু্’জনই পলাতক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বনানীর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে স্পা সেন্টারের আড়ালে মানবপাচারচক্রটি অপ্রাপ্তবয়স্ক ও দরিদ্র নারীদের যৌন শোষণে বাধ্য করত। তদন্তে উঠে এসেছে, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে নারীদের ঢাকায় আনা হতো। পরে ভয়ভীতি, চাপ ও প্রতারণার মাধ্যমে তাদের দিয়ে অনৈতিক কার্যকলাপ করানো হতো।
সিআইডি জানায়, ভবনের মালিক অবৈধ কার্যক্রম সম্পর্কে অবগত থাকলেও ফ্ল্যাটটি ভাড়া দেন।
সিআইডির মানবপাচার ইউনিট মামলাটির তদন্ত করছে। চক্রের আরও সদস্য ও পলাতক অভিযুক্তদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।