Logo
Logo
×

জাতীয়

ঢাকায় সিটি করপোরেশনের গাড়িতে আগুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০২:১০ এএম

ঢাকায় সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর নতুন বাজার এলাকায় ময়লার স্টেশনের পাশে থাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ গাড়িটিতে আগুন জ্বলে উঠলে আশপাশের লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আধা ঘণ্টারও বেশি সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, রাত সাড়ে আটটার দিকে উত্তর সিটি করপোরেশনের দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগানো হয়। একসঙ্গে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। তাদের একটি গাড়ির ইঞ্জিনের অংশে আগুন দিলে ভেতরের অংশ পুড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। 

তিনি বলেন, কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। গাড়িটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার