Logo
Logo
×

জাতীয়

নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তারেক রহমান দেশে ফিরছেন কবে?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

নির্বাচন ১২ ফেব্রুয়ারি, তারেক রহমান দেশে ফিরছেন কবে?

জাতীয় নির্বাচন ও গণভোট-দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ১২ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত করেছে। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কবে দেশে ফিরবেন-এই প্রশ্ন এখন দলীয় নেতাদের বক্তব্য, রাজনৈতিক কৌশল এবং মাঠের বাস্তবতায় নতুন মাত্রা যোগ করেছে।

ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবারের কর্মশালায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন।’ এই একটি বাক্যই বিএনপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। কিন্তু ‘খুব শিগগিরই’-এর রাজনৈতিক ব্যাখ্যা কী? আর বাস্তবে এই ফেরার সম্ভাবনা কতটা?

দলীয় বিশ্লেষকেরা মনে করছেন, নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এমন বার্তা রাজনৈতিক কৌশলেরই অংশ। নির্বাচন সামনে রেখে কর্মীদের সক্রিয়, সংগঠিত ও উদ্দীপিত রাখতে এই বক্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, বিএনপি দীর্ঘদিন নেতৃত্বের শূন্যতা ও সাংগঠনিক দুর্বলতার মধ্য দিয়ে যাচ্ছে। মাঠপর্যায়ে নেতাকর্মীরা চান তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্ব। ফলে তার দেশে ফেরার সম্ভাবনার বার্তা দলকে পুনরুজ্জীবিত করার একটি উপায়। তারেক রহমানের দেশে ফেরা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, নিরাপত্তাজনিত জটিলতার সঙ্গেও জড়িত।

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, নির্বাচন ও গণভোটের মতো স্পর্শকাতর মুহূর্তে তারেক রহমানের প্রত্যাবর্তন নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। সরকারও এমন পরিস্থিতি তৈরি হোক-এমনটি চাইবে না। ফলে তাঁর ফেরার সিদ্ধান্ত অনেকটাই রাজনৈতিক হিসাব-নিকাশের ওপর নির্ভরশীল।

গণভোট ও জাতীয় নির্বাচন: বিএনপির সামনে দ্বৈত চ্যালেঞ্জ- ১২ ফেব্রুয়ারির তফসিল ঘোষণার পর বিএনপির সামনে দুটি প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তারা কি নির্বাচনে যাবে? যদি যায়, নেতৃত্ব দেবেন কে?

এই দুই প্রশ্নের উত্তর আংশিকভাবে জড়িয়ে আছে তারেক রহমানের ফেরার সঙ্গে। তিনি দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক কৌশলে নাটকীয় পরিবর্তন আসতে পারে। আর যদি না ফেরেন, তবে দূরবর্তী নেতৃত্ব ও টেকনিক্যাল নির্দেশনা দিয়েই দলকে পরিচালনা করতে হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকেরা মনে করেন- তারেক রহমান দেশে ফিরলে বিএনপির মাঠ আন্দোলন নতুন গতি পাবে।, দলীয় মনোবল বাড়বে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। নির্বাচন কমিশন ও সরকারের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হবে। তবে উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকিও বাড়বে বহুগুণ।

মির্জা ফখরুল বলেছেন ‘খুব শিগগিরই’-কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে, তাঁর ফেরার সিদ্ধান্ত নির্ভর করছে তিনটি বিষয়ের ওপর- নির্বাচনী পরিবেশ কীভাবে বদলায়, সরকারের অবস্থান কতটা কঠোর বা নমনীয় হয়, আন্তর্জাতিক মহলের চাপ বা বার্তা কী আসে।

সব মিলিয়ে বোঝা যাচ্ছে, বিএনপি নেতৃত্ব ফেরার সম্ভাবনার বার্তা ছড়িয়ে দিয়ে রাজনৈতিক মাঠে নতুন সাড়া তৈরি করতে চাইছে। তবে তারেক রহমান দেশে ফিরবেন কি না-এখনো তা নির্দিষ্ট সময়রেখায় বলা যাচ্ছে না। নির্বাচন ও গণভোট ঘনিয়ে এলেই এ বিষয়ে আরও স্পষ্টতা আসবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার