ভাতার দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, বাদিউল কবিরসহ ৪ কর্মচারী আটক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
সচিবালয় ভাতার দাবিতে দুইদিন ধরে চলা বিক্ষোভের পর সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ বিক্ষোভকারী ৪ কর্মচারীকে সচিবালয় থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে তাদেরকে আটক করা হয়।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয় ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে টানা ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে কর্মচারীরা। পরে রাত ৮টার পর পুলিশি পাহারায় সচিবালয় ত্যাগ করেন উপদেষ্টা।
কর্মচারীদের আটকের পর পুলিশ জানায়, তারা হুমকি-ধামকি অব্যাহতভাবে দিয়ে চলেছে। এটি হচ্ছে বাংলাদেশের প্রশাসনের প্রাণ কেন্দ্র। এখানে কোনো ধরনের সভা সমাবেশ মিছিল, মিটিং করার অনুমতি নাই। যেহেতু এটি ঢাকা মেট্রোপলিটান পুলিশের কেপিআই। নির্দিষ্টভাবে সার্কুলার দিয়ে বাংলাদেশ সচিবালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্টসহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশেপাশের অঞ্চলে মিছিল মিটিং রাজনৈতিক সমাবেশ ও যেকোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, আমরা গতকাল এবং আজকেও এই মেসেজটি তাদের দেয়ার চেষ্টা করেছি যে, আপনারা কোন ধরনের বিশৃঙ্খলা এখানে সৃষ্টি করবেন না। কোন ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এ জাতীয় কোন কর্মকাণ্ড আপনারা করবেন না। গতকালকেও তারা আইন ভঙ্গ করে এখানে উপদেশটাকে জিম্মি করে তাদের ভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছেন। এটি ভিন্ন অর্থে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র কিনা আমরা সেটি খতিয়ে দেখছি। উপদেষ্টা এবং সচিব মহোদয়ের বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও তারা এগুলো কর্ণপাত করেন নাই এবং কাউকে উনারা ঠিক রেসপন্স করেন নাই, ওই অর্থে প্রশাসনের কোনো কথাই তারা কর্ণপাত করেন নাই। আজকে আবার যখন তারা একই পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে আমরা তাদেরকে সময় দিয়েছি। কিন্তু এ ধরনের মিছিল অথবা সমাবেশ যেটা বেআইনি কর্মকাণ্ড সেই বেআইনি কর্মকাণ্ডকে তারা অব্যাহত রেখেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনোভাবেই কোন বেআইনি কর্মকাণ্ড কোথাও গ্রহণ করবে না।