তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে বার্তা দিলেন ফখরুল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খুব শিগগিরই দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, যেদিন তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর আগমন যেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন অধ্যায় রচনা করে-সেই প্রস্তুতি নিয়েই এগোতে হবে দলকে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট-এই নির্বাচনে জয়লাভ করতে হবে। কারণ জয়ের মাধ্যমেই দেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে। অনেক বাধা ও প্রচারণার মুখে পড়তে হবে, কিন্তু মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে। বিএনপি কোনোদিন পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না।
১৯৭১–এর চেতনা নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতার প্রজন্মকে নিয়ে আপত্তিকর মন্তব্যের সাহস কোথা থেকে আসে? এসব অপপ্রচারের বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত নেতারা বলেন, দলীয় পরিকল্পনা শুধু তৈরি করলেই হবে না, জনগণের সামনে সেগুলো তুলে ধরতে হবে।
সভায় বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় দোয়া চান বিএনপি মহাসচিব। বিকেলে একই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান।