Logo
Logo
×

জাতীয়

আজও ভূমিকম্প, জেনে নিন দেশের কোন অঞ্চল সর্বোচ্চ ঝুকিতে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

আজও ভূমিকম্প, জেনে নিন দেশের কোন অঞ্চল সর্বোচ্চ ঝুকিতে

আজ বৃস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) ভোরে সিলেট অঞ্চলে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, প্রথম কম্পনটি ভোর ২টা ৫০ মিনিটে অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৫। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা।

এর ঠিক পাঁচ মিনিট পর, রাত ২টা ৫৫ মিনিটে দ্বিতীয় দফা কম্পন অনুভূত হয়। এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩, এবং এর কেন্দ্রস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখা এলাকা।

দুটি ভূমিকম্পেই কোনো ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে রাতের বেলা কম্পন টের পেয়ে অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে সিলেট অঞ্চলে বারবার মৃদু ভূকম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

কোন অঞ্চল সর্বোচ্চ ঝুকিতে-

বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে একটি। জাতীয় ভূমিকম্প অঞ্চলভিত্তিক মানচিত্র অনুযায়ী দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্ব অংশ সবচেয়ে বেশি ঝুঁকিতে। সিলেট, ময়মনসিংহ এবং রংপুর অঞ্চলকে উচ্চ ঝুঁকির “জোন–১” হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভূত্বকের সক্রিয় ফল্ট লাইন এবং মেঘালয়–আসাম সীমান্ত এলাকা থেকে উৎপন্ন কম্পনের প্রভাব এই অঞ্চলে সবচেয়ে তীব্র হতে পারে।

ঢাকা, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম মধ্যম পর্যায়ের ঝুঁকিতে রয়েছে। রাজধানী ঢাকার ক্ষেত্রে ভূমিকম্পের ঝুঁকি আরও বড়, কারণ এখানে জনঘনত্ব অত্যধিক এবং বহু ভবন পুরনো কিংবা নির্মাণ মান অনুসরণ না করে নির্মিত। ফলে মাঝারি মাত্রার কম্পনও ঢাকায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চল—যেমন খুলনা ও বরিশাল অঞ্চল—ভূমিকম্পের তুলনামূলক কম ঝুঁকিতে, কারণ এ অঞ্চলে সক্রিয় ফল্ট লাইন তুলনামূলকভাবে দূরে এবং ভূ-গঠনের কারণে তীব্র কম্পনের সম্ভাবনা কম।

উত্তর-পূর্ব, উত্তর এবং পূর্ব সীমান্তবর্তী এলাকাগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধরা হয়, কারণ ভারতীয় টেকটোনিক প্লেটের গতিবিধি, সক্রিয় ভূ-ফল্ট এবং পূর্বের বড় বড় ভূমিকম্পের ইতিহাস ইঙ্গিত দেয় যে ভবিষ্যতেও শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার