Logo
Logo
×

জাতীয়

কীভাবে গভীর গর্তে পড়েছিল শিশু সাজিদ?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

কীভাবে গভীর গর্তে পড়েছিল শিশু সাজিদ?

রাজশাহীর তানোর উপজেলায় বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে দুই বছরের শিশু সাজিদ হঠাৎ করে একটি গভীর গর্তে পড়ে নিখোঁজ হয়ে যায়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাজিদ স্থানীয় বাসিন্দা রাকিবের সন্তান।

মা রুনা খাতুন জানান, দুপুরে দুই ছেলে–মেয়েকে নিয়ে তিনি মাঠের দিকে হাঁটছিলেন। হাঁটার ফাঁকে সাজিদ তাঁর পেছন থেকে ‘মা’ বলে ডাক দিলে তিনি ফিরে তাকান। কিন্তু তখন ছেলেকে আর পাশে দেখতে পাননি—বরং ডাকটি আসছিল নিচ থেকে।

পরে খড়ের নিচে ঢেকে থাকা প্রায় ৪০ ফুট গভীর একটি গর্ত চোখে পড়ে। বুঝতে না পেরে ছোট্ট শিশু সরাসরি সেই গর্তেই পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই তার আওয়াজ ক্ষীণ হয়ে আসে এবং পরে আর কোনো সাড়া মেলে না।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হন, যা উদ্ধারকর্মীদের কাজে কিছুটা বিঘ্ন ঘটায়।

প্রশাসন জানায়, সেখানে অ্যাম্বুলেন্সসহ জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গর্তে আলো ও অক্সিজেন পাঠিয়ে শিশুটিকে জীবিত রাখার চেষ্টা করছে। পাশাপাশি স্কেভেটর দিয়ে পাশ থেকে খনন শুরু করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের সুবিধার্থে একটি গর্ত খুঁড়েছিলেন।

পানি না ওঠায় কাজটি বন্ধ হয়ে যায় এবং বিশাল ওই গর্তটি কোনো সতর্কতা ছাড়া খোলা অবস্থায় পড়ে ছিল।

সেই অবহেলাই এবার ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার