জামায়াতের প্রতি মানুষের এতো আগ্রহ কেন, জানালেন ড. গালিব
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ পিএম
রাজনৈতিক দলের একটা বড় কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিজেদের দাবি-দাওয়া জানাতে যেন জনগণকে সব সময় ক্ষমতার কাছে যেতে না হয়, বরং ক্ষমতা নিজেই যেন জনতার দোর-গোড়ায় গিয়ে দাঁড়ায়।
গালিব আরও বলেন, জামায়াত জনগণের কথা শোনার জন্য জনতার ইশতেহার তৈরির উদ্যোগ নিছে। সবার মতামতের ভিত্তিতে জনগণের চাহিদা ও প্রায়োরিটির আলোকে তারা নির্বাচনী ইশতেহার তৈরি করবে। এর পাশাপাশি ইশতেহারে করা প্রতিশ্রুতিগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে পরবর্তীতে তার একটা ফলোআপ সিস্টেমও থাকবে। এটা একটা অসাধারণ উদ্যোগ। এরকম উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।