সিলেটে পরপর ২ ভূমিকম্প, জানা গেল উৎপত্তিস্থল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। একটি ছিল ৩.৫ ও অন্যটি ছিল ৩.৩ মাত্রার।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে একটি ভূমিকম্প অনুভূত হয়। এর পাঁচ মিনিট পর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে, যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৮৩° উত্তর ও দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২১৬ কিলোমিটার বলে জানানো হয়। এটি রিখটার স্কেলে ৩.৫ মাত্রার ভূমিকম্প ছিল।
আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মৌলভীবাজারের বড়লেখায়। যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪.৭৯° উত্তর ও দ্রাঘিমা ৯২.২১° পূর্ব। ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ২১৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। এটি রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প ছিল।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ছোট ছোট ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।