সংসদ নির্বাচন : নয়টি আসনের সীমানায় আসবে পরিবর্তন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার আয়োজনের মধ্যে আদালতের রায়ের কারণে সংশোধন করতে হচ্ছে নির্বাচনী আসনের সীমানার গেজেট। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) নয়টি আসনের সীমানায় পরিবর্তন এনে নতুনভাবে গেজেট প্রকাশ করতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
গত ৪ সেপ্টেম্বর সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের গেজেট প্রকাশ করে ইসি। এতে বাগেরহাটের চারটি থেকে একটি আসন কমানো হয় এবং গাজীপুরে পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করা হয়।
ওই গেজেট অনুযায়ী বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১ আসন; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ আসন এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ আসন গঠন করা হয়। সর্বশেষ গেজেটের আগে চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট নিয়ে ছিল বাগেরহাট-১ আসন; বাগেরহাট সদর-কচুয়া নিয়ে ছিল বাগেরহাট-২ আসন; রামপাল-মোংলা নিয়ে ছিল বাগেরহাট-৩ আসন এবং মোরেলগঞ্জ-শরণখোলা নিয়ে ছিল বাগেরহাট-৪ আসন।
এ অবস্থায় নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের আবেদন জানিয়ে হাইকোর্টে দুটি রিট আবেদন করা হয়। মামলা দুটি করে বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেলা ট্রাক মালিক সমিতি। এতে বিবাদী করা হয় বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে।
আবেদনের শুনানি করে গত ১০ নভেম্বর বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। এক্ষেত্রে নির্বাচন কমিশনের গেজেট ‘অবৈধ ঘোষণা করে বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়। এরপর গত ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে নির্বাচন কমিশন ও গাজীপুর-৬ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ আপিলের আবেদন করেন। এ ছাড়া গাজীপুর–৬ আসন থেকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হাফিজুর রহমানও আগে আপিল বিভাগে একটি আবেদন করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল এবং ওই আবেদনগুলো একসঙ্গে শুনানির জন্য তোলা হয়। সেই শুনানি শেষে ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনের আবেদন নাকচ করে হাইকোর্টের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। ফলে সীমানার গেজেট সংশোধন করে এখন আগের মতোই বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসনে যেতে হবে ইসিকে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, ৩০০ আসনের গেজেট বাতিল করার হয়তো প্রয়োজন নেই। কয়েকভাবেই কাজটি করা যায়। এক্ষেত্রে বাগেরহাট ও গাজীপুরের মোট নয়টি আসনের সীমানা আদালতের আদেশ অনুযায়ী গেজেটে প্রতিস্থাপন করলেও হবে।
কবে নাগাদ এই কার্যক্রম সম্পন্ন হতে পারে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আদালতের রায়ের কপি হাতে পাইনি। পেলেই আমরা কাজ শুরু করবো।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে এক ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এক্ষেত্রে রায়ের কপি পরে এলে তফসিলের আইনি বৈধতা নষ্ট হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু আমরা আদালতের রায় বাস্তবায়ন করবো, সেহেতু বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ওঠবে না।
উল্লেখ্য, আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে।