Logo
Logo
×

জাতীয়

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পিএম

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষক

বেতন গ্রেড নিয়ে সুখবর পেলেন প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন করে ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদকে ১১ গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখার উপসচিব জি এম সরফরাজের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ৮ম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার কার্যবিবরণী অনুযায়ী, আলোচ্য বিষয়-৭-এর অধীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়: এর আগে রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী আদালতের নির্দেশে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল ইতোমধ্যে গ্রেড-১১ থেকে গ্রেড-১০-এ উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছিল।

ওই ৪৫ জন শিক্ষকের ধারাবাহিকতায় এবার অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১০-এ উন্নীতকরণের প্রস্তাব করা হয়।

এই প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ উভয়ই সম্মতি প্রদান করেছে।

বিস্তারিত পর্যালোচনা শেষে সভায় সর্বসম্মতভাবে (ঐকমত্য) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা হয়। সুপারিশে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। এতে বলা হয়, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত শর্তাদি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন করতে হবে এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার