Logo
Logo
×

জাতীয়

কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম

কে কোন আসনে লড়বেন এনসিপির আলোচিত নেতারা

জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের তালিকা ঘোষণা করে দলটি।

বুধবার (১০ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন। দলটির পক্ষ থেকে ১ম পর্যায়ে প্রাথমিক যাচাই শেষে ১২৫ জনের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হয়।

প্রাথমিক মনোনয়ন তালিকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচন করবেন। দলটির সদস্য সচিব আখতার হোসেন নির্বাচন করবেন রংপুর-৪ আসন থেকে।

এছাড়াও এনসিপির অন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে পঞ্চগড় -১ আসনে সারজিস আলম, ঢাকা-৯ আসনে তাসনীম জারা, ঢাকা-১৬ আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ সারোয়ার তুষার, কুমিল্লা-৪ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসউদ আসনে নির্বাচন করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার