খালেদা জিয়াকে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যেতে নিষেধ করেছিলেন চিকিৎসকরা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম
সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর দুইদিন পর ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
ওই অনুষ্ঠানে যাওয়ার আগেও বেগম খালেদা জিয়া কিছুটা অসুস্থ ছিলেন জানিয়ে তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি অসুস্থ হওয়ার আগে ওই প্রোগ্রামে গিয়েছিলেন। যাওয়ার আগেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন। তবে ডাক্তাররা প্রোগ্রামে যেতে নিষেধ করেছিলেন।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশান চেয়ারপার্সন অফিসে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও পরিচালনা করেন মেজর জেনারেল (অবঃ) ফজলে এলাহী আকবর।
তারেক রহমান বলেন, কিন্তু তিনি মনের সমস্ত জোর একত্রিত করে প্রোগ্রামটিতে যান। এতে বুঝতে বাকি থাকে না, আপনাদের (ডিফেন্স সদস্যদের) সাথে জিয়া পরিবারের সম্পর্ক কি?
তিনি আরও বলেন, জিয়া পরিবারের সাথে দূরত্ব তৈরি করতে স্বৈরাচার ডিফেন্স সদস্যদের মধ্যে জিয়া পরিবার সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করতে চেয়েছিল। শুধু তাই নয় স্বৈরাচার বাহিনীগুলোকে রাজনীতীকরণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে।
এছাড়াও ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে দেশকে যেন বাহিনীর সদস্যরা সার্ভিস দিতে পারেন সে জন্য সদস্যদেরকে খুঁজে খুঁজে বের করে কাজে লাগাতে হবে বলেও জানান তিনি।