Logo
Logo
×

জাতীয়

প্রাথমিকের ছুটি বাতিল, পরীক্ষা নেয়ার নির্দেশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম

প্রাথমিকের ছুটি বাতিল, পরীক্ষা নেয়ার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই সময়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশনা প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। এর আগে এ নির্দেশনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অধিদপ্তরে পাঠানো হয়েছে।

অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ নির্দেশনা আজ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। শীতকালীন ছুটির একটি অংশে পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। যেসব স্কুলে পরীক্ষা হয়নি তাদের জন্য এই নির্দেশনা।

জানা গেছে, শিক্ষকদের আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরুর দিন থেকে বিঘ্নিত হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে ১, ২, ৩, ৪ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করা হলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার