Logo
Logo
×

জাতীয়

মা-মেয়ে হত্যা,‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ নেই: গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

মা-মেয়ে হত্যা,‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ নেই: গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ (৫০) ও তার মেয়ে নাফিসা নওয়াল বিনতে আজিয়া (নবম শ্রেণি) হত্যা মামলায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী ‘আয়েশা’ এখনও পলাতক। তার প্রকৃত নাম, ঠিকানা ও কোনো ধরনের ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় তাকে শনাক্ত ও গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে পুলিশকে।

সোমবার (৮ডিসেম্বর) সকালে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে হত্যার পর চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশা নাফিসার স্কুল ইউনিফর্ম পরে বাসা থেকে বেরিয়ে যায়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আয়েশার সঙ্গে কোনো মোবাইল ফোন পাওয়া যায়নি, ফলে প্রযুক্তিগতভাবে তাকে ট্র্যাক করা কঠিন হচ্ছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযুক্তের কাছে কোনো মোবাইল ফোন ছিল না। আশপাশের বেশিরভাগ সিসিটিভি অচল। ফলে সে কোন দিকে পালিয়েছে তা নিশ্চিত হওয়া কঠিন।

গৃহকর্মীর সংশ্লিষ্ট আগের অপরাধগুলোর ডেটা বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছেন এসি মামুন। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুতই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, হত্যার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তিনি বলেন, আমরা অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছি। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে বিস্তারিত জানা যাবে।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার