প্রেমিকার সঙ্গে ঝগড়া, ভিডিও কলে রেখেই গলায় ফাঁস দিলেন চিকিৎসক
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম
মাদারীপুরে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় দড়ি পেঁচিয়ে অনিক আশ্চর্য (৩৫) নামে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন।
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকার নূর জাহান কমিউনিটি সেন্টারের তৃতীয়তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।ৎৎ
নিহত অনিক পাশের এক নম্বর ব্রিজ এলাকার সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জরুরি বিভাগের (ডিএমএফ) চিকিৎসক ছিলেন। তিনি রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামের পল্লী চিকিৎসক অঞ্জন আশ্চর্যের ছেলে।
জানা গেছে, ৮ বছর ধরে ওই হাসাপাতালে কর্মরত ছিলেন অনিক আশ্চর্য। ২৪ ঘণ্টা চিকিৎসা দেয়ার সুবিধার্থে টেকেরহাট নূর জাহান কমিউনিটি সেন্টারের ৩য় তলার ফ্লাটবাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের সোমবারও মতো রোগীদের সেবা প্রদান করে অনিক বাসায় আসেন।
এ সময় প্রেমিকার সাথে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ অনিকের পরিবারের। পাশের রুমে থাকা নৃপন নামে অন্য এক ব্যক্তি আত্মহত্যার বিষয়টি বুঝতে পেরে থানা পুলিশকে খবর দেন। পরে রাজৈর থানা পুলিশ রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।