Logo
Logo
×

জাতীয়

লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব প্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব প্রতিষ্ঠান, কারা পাচ্ছে কত দিন?

২০২৫ সাল শেষের পথে। শেষ মাস ডিসেম্বরেও লম্বা ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ ছাড়া শীতকালীন অবকাশসহ কয়েকটি ছুটি মিলিয়ে লম্বা ছুটিতে যাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। 

চলতি বছরে ছুটির তালিকা অনুযায়ী, সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি ১৪ দিন। তবে এর মধ্যে অধিকাংশ ছুটিই কাটিয়ে ফেলেছেন সরকারি চাকরিজীবীরা।

ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। আর এ বছরের শেষ ছুটি মিলবে ২৫ ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে। তবে ২৫ ডিসেম্বর হওয়ায় সরকারি চাকরিজীবীদের ছুটি টানা ৩ দিনের হবে।

পরের দুদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এদিকে বছরের শেষে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

বিদ্যালয় প্রধানের হাতে থাকা ৩ দিনের ছুটিসহ ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিল ৭৮ দিন। ডিসেম্বরের লম্বা ছুটির মাধ্যমে যা শেষ হতে চলেছে।

শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ ডিসেম্বর থেকে শুরু হবে, যা শেষ হবে ২৫ ডিসেম্বর। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করার নির্দেশনা আছে শিক্ষক-শিক্ষার্থীদের। এ ছাড়া ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী, ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের শেষ ছুটি। যদিও এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকবে।

মাধ্যমিকের এই ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। ছুটি শেষে আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসার নির্দেশনা রয়েছে।

দেশের সরকারি-বেসরকারি কলেজে ছুটি শুরু হবে ১৪ ডিসেম্বর। আগের দুই দিন সাপ্তাহিক ছুটি। তাদের ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে আসবেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী তাদের দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদরাসা ১৪ ডিসেম্বর থেকে ছুটি। এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পাবেন তারা। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। এদিকে মাদরাসায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার