Logo
Logo
×

জাতীয়

‘মাইনাস ফোর’ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রুমিন ফারহানা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

‘মাইনাস ফোর’ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘মাইনাস টু’ বা ‘মাইনাস ফোর’—কোনো পরিকল্পনাই বাস্তবে কার্যকর করার সক্ষমতা কারও নেই। একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, যেখান থেকে ‘মাইনাস টু’ শুরু হয়েছিল এবং পরে যাকে ‘মাইনাস ফোর’-এ রূপ দেওয়া হয়েছে—তা পুরোপুরি একটি ব্যর্থ প্রকল্প। বরং এই প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী করেছে, রাজনীতিবিদদের প্রাসঙ্গিকতাকেই সামনে নিয়ে এসেছে। দুই দলের নেতাকর্মী ও সমর্থকদেরও দলগুলোর প্রতি আরও বেশি একতাবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, বিএনপির রাজনৈতিক ইতিহাসে ওয়ান-ইলেভেন বড় একটি দাগ হয়ে আছে। সে সময় দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ‘মাইনাস’ করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় কোনো ফল আসেনি। বরং পরবর্তী সময়ে আওয়ামী লীগ দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিল, আর বিএনপি নানা জল্পনা-কল্পনা সত্ত্বেও বিরোধী দলে থেকেও দ্বিগুণ শক্তিতে নিজেদের রাজনৈতিক গুরুত্ব প্রমাণ করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন ও ক্ষমতার অপব্যবহারের কারণে দেশত্যাগে বাধ্য হয়েছেন। একই সঙ্গে আওয়ামী লীগের ‘দ্বিতীয় নেতৃত্ব’ নিয়ে অস্পষ্টতার কথাও তুলে ধরেন। রুমিন বলেন, কখনো বলা হয় জয়, কখনো পুতুল, কখনো ববি—কিন্তু কারা সত্যিকারের দ্বিতীয় সারির নেতৃত্ব, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকলেও এখনো দলটির প্রধান নেতৃত্বের প্রতীক হয়ে আছেন। আর ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিষয়ে তিনি বলেন, তিনি নির্বাচনমুখী রাজনীতিতে সক্রিয় হতে নির্বাচনের আগেই দেশে ফিরবেন—এমনটা তিনি নিজেই বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। তাই ‘মাইনাস টু’ বা ‘মাইনাস ফোর’—কোনোটিই বাস্তবে কার্যকর করার সক্ষমতা কারও নেই বলে মন্তব্য করেন রুমিন ফারহানা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার