পিতার ধানের শীষ এবার ছেলের হাতে, লড়বেন সারজিসের সঙ্গে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
পঞ্চগড়-১ আসনে (আটোয়ারী, পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলা) পিতা ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের ধানের শীষ এবার ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরের হাতে। এ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি, মন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার ও একাধিকবার এ আসনের এমপি ছিলেন। তারই ছেলে নওশাদ জমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইতোমধ্যে ব্যারিস্টার নওশাদ জমির বিএনপির প্রার্থী হিসেবে এ আসনভুক্ত পুরো এলাকা দিনরাত্রি চষে বেড়াচ্ছেন। ঘরে ঘরে জনে-জনে কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক ভোটারের সঙ্গে দেখা করে তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছেন।
এ প্রসঙ্গে পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকারের জনপ্রিয়তা ও জনগণের আস্থা বিএনপির বড় সম্পদ। সেই উত্তরাধিকার নিয়েই এবারও পঞ্চগড়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী নওশাদ জমিরের নেতৃত্বে আমরা একতাবদ্ধ। তাছাড়া এ আসনে রয়েছে বিএনপির বিশাল ভোট ব্যাংক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে লড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ১৬ নভেম্বর রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।