Logo
Logo
×

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ এএম

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার

পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ পালন উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের বিজয় দিবসের ১০ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাঁড়িয়ে ছিল ভারত। ঐতিহাসিক এই সম্পর্ক এগিয়েছে বহুদূর।

তিনি বলেন, আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারবো না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ভারত চায় দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর হোক।

তিনি আরও বলেন, সহযোগিতার যে ধারা শুরু হয়েছিল একাত্তরে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অন্তর্ভুক্তি জাতি হিসেবে তা অব্যাহত রাখবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার