Logo
Logo
×

জাতীয়

ভারতে আজহারীর মাহফিল, যা জানা গেল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

ভারতে আজহারীর মাহফিল, যা জানা গেল

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ায় তার নাম ব্যবহার করে ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে- এ অভিযোগ করেছেন আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে জানান।

পোস্টে আজহারী লিখেছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গের নদিয়ায় তার নামসহ আরও কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চলছে।

আয়োজকরা তার নাম ভাঙিয়ে বিভিন্ন স্থান থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

তিনি এটিকে স্পষ্ট প্রতারণা ও মিথ্যাচার হিসেবে উল্লেখ করে বলেন, এই মাহফিলের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এ ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে নিজ দেশেই উন্মুক্ত মাঠে তার সব তাফসির মাহফিল স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে ভারতে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনাও তার নেই।

সবশেষে আজহারী সবার উদ্দেশে বলেন, এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে তার বা অন্য যে কোনো দায়ীর মাহফিল সংক্রান্ত প্রচারণার তথ্য অবশ্যই যাচাই করে নিতে হবে। তিনি দোয়া করেন—আল্লাহ তাআলা সবাইকে সত্যে অবিচল রাখুন এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে হেফাজত করুন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার