Logo
Logo
×

জাতীয়

নিউ ইয়র্কে বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোর সম্মানে এমিরেটসের ডিনার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ এএম

নিউ ইয়র্কে বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোর সম্মানে এমিরেটসের ডিনার

নিউ ইয়র্কে বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলোর সম্মানে ডিনারের আয়োজন করেছে এমিরেটস এয়ারলাইনস।

সিটির জ্যাকসন হাইটসে মঙ্গলবার অনুষ্ঠিত এ ডিনারে অংশ নেন অর্ধশতাধিক এজেন্সির মালিক।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিতদের হাতে এয়ারলাইনসের পক্ষ থেকে উপহার তুলে দেওয়া হয়। তাদের স্বাগত জানান এমিরেটস এয়ারলাইনস ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ম্যাথিউ জোনস ও কমার্শিয়াল অ্যাকাউন্ট ম্যানেজার মোহাম্মেদ এল নোমান।

ওই সময় তারা বলেন, অ্যামেরিকায় বাংলদেশি ব্যবসায়ীরা সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

এয়ারলাইনসের যাত্রীদের সুবিধায় সম্প্রতি যোগ করা বিভিন্ন সু্বিধার কথা তুলে ধরে ভবিষ্যতেও বাংলাদেশি কমিউনিটিকে পাশে পাওয়ার প্রত্যাশার কথা জানান এমিরেটসের শীর্ষ কর্মকর্তারা।

প্রতিষ্ঠানের সমৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখায় বাংলাদেশি ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তারা।

ওই সময় যাত্রীসেবা বাড়াতে এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষকে নানা পরামর্শ দেন ট্রাভেল এজেন্সির কর্ণধাররা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার