Logo
Logo
×

জাতীয়

ভালো মাটি থাকায় ঢাকার যেসব এলাকায় ভূমিকম্পের ঝুঁকি কম

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ এএম

ভালো মাটি থাকায় ঢাকার যেসব এলাকায় ভূমিকম্পের ঝুঁকি কম

২১ নভেম্বর দেশজুড়ে অনুভূত হয় তিন দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প—রিখটার স্কেলে ৫.৭ মাত্রা। কেন্দ্র ছিল ঢাকার খুব কাছে নরসিংদীর মাধবদী। ভবনের তীব্র কম্পনে রাজধানীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরপর দুই সপ্তাহে আরও অন্তত পাঁচটি আফটারশক অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নরসিংদীর শিবপুরে আবারও ৪.১ মাত্রার কম্পন রেকর্ড করা হয়।

একটি বড় ভূমিকম্প হলে ঢাকার ভয়াবহ পরিণতি সম্পর্কে রাজউকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে—মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর ৪০% ভবন ধসে পড়তে পারে, মৃত্যুর ঝুঁকি দুই লাখেরও বেশি। তাই প্রশ্ন উঠছে—ঢাকায় আদৌ কি কোনো ‘তুলনামূলক নিরাপদ এলাকা’ আছে?

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার ভূতাত্ত্বিক গঠন মোটামুটিভাবে এক হলেও উত্তর দিকের মাটি অপেক্ষাকৃত শক্ত। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুসতাক আহমেদ বলেন, “ঢাকার উত্তরাঞ্চলের মাটি তুলনামূলক ভালো, তাই ভূমিকম্পের ঝুঁকি কিছুটা কম।”

ভূতত্ত্ববিদ সৈয়দ হুমায়ুন আখতারের মতে, রাজধানীর বড় একটি অংশ—বিশেষ করে রমনা, মগবাজার, নিউমার্কেট, লালমাটিয়া, খিলগাঁও, মতিঝিল, ধানমন্ডি, লালবাগ, মিরপুর, গুলশান ও তেজগাঁও—মধুপুরের লাল মাটির ওপর গড়ে উঠেছে। লাল মাটি শক্ত হওয়ায় এসব এলাকা ভূগর্ভগত ঝুঁকির দিক থেকে কিছুটা নিরাপদ বলা যায়।

তবে তিনি সতর্ক করে বলেন, “শুধু মাটির ধরন দেখে নিরাপত্তা নিশ্চিত করা যায় না। শহর দ্রুত সম্প্রসারণের ফলে লাল মাটির অনেক অংশই দখলে গেছে, আর নতুন অংশগুলো অপেক্ষাকৃত দুর্বল।”

শক্ত মাটির এলাকাও কেন ঝুঁকিপূর্ণ?

মাটি শক্ত হলেও ভবনের অবস্থাই আসল ঝুঁকি তৈরি করে। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী জানান, ঢাকার নিরাপদ এলাকা নির্ধারণ করা কঠিন। পরীক্ষা–নিরীক্ষা ছাড়া কোনো ভবনের সেফটি যাচাই করা সম্ভব নয়।

লাল মাটির এলাকাও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কারণগুলো হলো—

পুরোনো ভবনগুলো সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দুর্বল হয়ে পড়েছে

দুই–তলার অনুমোদন নিয়ে সাত–আট তলা ভবন নির্মাণের মতো মারাত্মক অনিয়ম

নতুন ভবন নির্মাণে নিম্নমানের কাঁচামাল ব্যবহার

বিল্ডিং কোডের চরম লঙ্ঘন

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি জানান—ঢাকার ৯০% ভবনই বিল্ডিং কোড মানে না, যা ভূমিকম্পের ঝুঁকি ভয়ংকরভাবে বাড়িয়ে দিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার