লন্ডন ব্রিজ হাসপাতাল : যেখানে চিকিৎসা নেবেন খালেদা জিয়া
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১০ এএম
উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়ার জন্য ডা. জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের রাজ পরিবারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তিনবারের প্রধানমন্ত্রী চিকিৎসা নিতে যাওয়া হাসপাতালটি কেমন?
লন্ডন ব্রিজ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম বড় বেসরকারি প্রতিষ্ঠান। এটি টেমস নদীর দক্ষিণ তীরে লন্ডনের সাউথওয়ার্ক এলাকায় অবস্থিত। এ হাসপাতাল শুধু চিকিৎসাকেন্দ্র নয়, বরং জটিল ও নিবিড় পরিষেবার জন্য আন্তর্জাতিকভাবে সুপরিচিত।
হাসপাতালটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এটি হেলথকেয়ার ইউকের অংশ হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ প্রাইভেট স্বাস্থ্যসেবা দানকারী সংস্থা। হাসপাতালটি প্রাপ্তবয়স্কদের জন্য উন্নতমানের ব্যক্তিগত চিকিৎসা পরিষেবা প্রদান করে এবং স্থানীয়ভাবে ন্যাশনাল হেলথ সার্ভিসকে চুক্তির মাধ্যমে সহায়তা দেয়।
লন্ডন ব্রিজ হাসপাতাল স্থাপত্য ও ঐতিহাসিক অবস্থানের জন্যও পরিচিত। হাসপাতালের একটি অংশ ১৮৬০-এর দশকের ঐতিহ্যবাহী নৌঘাট ভবনের অন্তর্ভুক্ত।
লন্ডন ব্রিজ হাসপাতালে অভিজ্ঞ বিশেষজ্ঞরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করেন। অন্যতম বিশ্বসেরা এই হাসপাতালে লিভার, হার্ট, ক্যান্সার, কিডনি, ফুসফুস, অর্থোপেডিক্স, রেনাল সার্ভিসেস ও স্নায়বিক রোগের বিশেষ পরিষেবা রয়েছে।
লন্ডন ব্রিজ হাসপাতাল চিকিৎসায় আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করে। বিশেষ করে সর্বশেষ প্রযুক্তিতে তৈরি সিটি স্ক্যান, এমআরআই এবং রোবোটিক সার্জিক্যাল সিস্টেম দিয়ে হাসপাতালটি সজ্জিত। রোগীরা ব্যক্তিগত এন-স্যুট বেডরুম, ফ্রি ওয়াইফাই এবং একটি আরামদায়ক পরিবেশের সুবিধা পান।
যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রক সংস্থা কেয়ার কোয়ালিটি কমিশন এই হাসপাতালকে ‘অসাধারণ’ রেটিং প্রদান করেছে। তাদের পরিদর্শনের প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালটিতে পর্যাপ্ত কর্মী, উন্নত সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রোগীদের প্রতি যত্নশীল ও শ্রদ্ধাপূর্ণ মনোভাব রয়েছে। রোগীর প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত যত্ন নেওয়া এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।
লন্ডন ব্রিজ হাসপাতাল জটিল রোগগুলোর চিকিৎসায় আন্তর্জাতিক মান বজায় রাখে। এর মাধ্যমে হাসপাতালটি স্বাস্থ্যসেবায় বিশেষ স্থান করে নিয়েছে। মানবদেহের সব জটিল রোগের চিকিৎসায় আপডেট যন্ত্রপাতি, প্রযুক্তি ব্যবহৃত হয় এখানে।
এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে প্রথমে লন্ডন ব্রিজ হাসপাতালে এবং পরে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। প্রায় ৪ মাস লন্ডনে অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী।