Logo
Logo
×

জাতীয়

তারেক রহমান দেশের নাগরিক কিনা– প্রশ্নে যা বললেন অ্যাটর্নি জেনারেল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ এএম

তারেক রহমান দেশের নাগরিক কিনা– প্রশ্নে যা বললেন অ্যাটর্নি জেনারেল

তারেক রহমান বাংলাদেশে নাগরিক কিনা এবং ভোটার কিনা– সেই প্রশ্ন করা হয় অ্যাটর্নি জেনারেলকে। জবাবে তিনি বলেন, ‘ভোট করবেন উনি এটা বলেছেন। উনি খুব ভালো করে জানেন ভোট করতে হলে কী কী করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কী হননি, এই প্রশ্ন অবান্তর।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের নাগরিক এবং তিনি বাংলাদেশে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি। 

তারেক রহমান বাংলাদেশে নাগরিক কিনা এবং ভোটার কিনা– সেই প্রশ্ন করা হয় অ্যাটর্নি জেনারেলকে। জবাবে তিনি বলেন, ‘ভোট করবেন উনি এটা বলেছেন। উনি খুব ভালো করে জানেন ভোট করতে হলে কী কী করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কী হননি, এই প্রশ্ন অবান্তর।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনি (তারেক রহমান) ভোটার না হলে ভোট করবেন না। উনি যেহুতু বলেছেন, ভোট করবেন, সে কারণে ধরে নিতে হবে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার ও বাংলাদেশে ভোট করবেন।’ 

দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও আশা ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। 

প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষে জানানো হয়, তারেক রহমান এখনো ভোটার হননি। তবে নির্বাচন কমিশন চাইলে তাকে যেকোনো সময় ভোটার বানাতে পারবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার