Logo
Logo
×

জাতীয়

রাতে কুকুর কেন কাঁদে, কারণ জানলে অবাক হবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ এএম

রাতে কুকুর কেন কাঁদে, কারণ জানলে অবাক হবেন

অনেক সময় সমাজে প্রচলিত ‘সংস্কার’ বা রীতিনীতির কারণে আমরা কিছু বিষয় অজ্ঞাতসারে মেনে নিই। এর মধ্যে এমন অনেক কিছুই আছে, যা আমরা কারণ না জেনে চলি। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে এই বিষয়গুলো সমাজে গ্রহণযোগ্য হয়ে এসেছে। এর মধ্যে একটি উদাহরণ হলো—কুকুরের কান্না।

রাত হলে কুকুরের কান্না অনেকেই শুনেছেন। পাড়ায় যখন কুকুর কাঁদে, বলা হয় কোনও অশুভ কিছু ঘটতে চলেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধারণাই বয়ে চলেছে।

বড়দের কাছ থেকে আমরা প্রায়শই শুনে এসেছি, কুকুর কাঁদলে কারও মৃত্যু ঘটবে—এটাই হলো একটি প্রচলিত ধারণা বা ‘সংস্কার’।

এ ব্যাপারে জ্যোতিষীরা কী বলেন? তাঁদের মতে, কুকুর তখনই কাঁদে যখন আশপাশে কোনও ‘অশরীরী আত্মা’ ঘুরে বেড়ায়। যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, সেটার উপস্থিতি টের পায় কুকুররা।

তাই তাদের কাছেপিঠে ‘আত্মা’ ঘুরে বেড়ালেই কুকুর নাকি কাঁদতে শুরু করে। আর কুকুর কাঁদলেই লোকজন তখন তাদের তাড়ানোর চেষ্টা করে।

এ তো প্রচলিত ধারণা বা জ্যোতিষীদের কথা। এ ব্যাপারে বিজ্ঞান কী বলছে, একটু দেখে নেওয়া যাক।

বিজ্ঞান বলছে, কুকুর কাঁদে না। ওরা ও ভাবে ডাকে। রাতে এ ভাবে আওয়াজ করে দূরে তার সঙ্গীদের কাছে কোনও বার্তা পৌঁছনোর চেষ্টা করে। এ ছাড়া এ ভাবে আওয়াজ করে তার অবস্থানটা সঙ্গীদের জানায়।

দ্বিতীয়ত, ওরা প্রাণী। ওদেরও চোট-আঘাত লাগতে পারে। ব্যথা হতে পারে। শরীরে কোনও কষ্ট হতে পারে। সেই পরিস্থিতিকে জানান দিতেই ও ভাবে আওয়াজ করে সঙ্গীদের ডাকে।

তৃতীয়ত, কুকুররা একা থাকতে পছন্দ করে না। তাই যখনই একাকিত্ব বোধ করে, তখনই সঙ্গীদের ও ভাবে আওয়াজ করে ডাকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার