Logo
Logo
×

জাতীয়

আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা চালু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ পিএম

আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা চালু
ইথিওপিয়ার আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এ সেবার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবার রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল সিতওয়াত নাঈম প্রধান অতিথি হিসেবে ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী, পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিহাব উদ্দিন খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আনোয়ার পারভেজ।

বক্তৃতায় লে. কর্নেল মনজুর–ই–এলাহী ই-পাসপোর্টের প্রযুক্তিগত আধুনিকতা, নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত সিতওয়াত নাঈম তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর ফলে ইথিওপিয়া ও পার্শ্ববর্তী তিন দেশ—সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ হবে। এতে নাগরিকদের মর্যাদা বাড়বে।

তিনি আশা প্রকাশ করেন, যে ই-পাসপোর্টের সর্বাধুনিক প্রযুক্তি বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াবে এবং ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে বহু দেশ আগ্রহী হবে।

আদ্দিস আবাবা মিশন ৬৮তম বিদেশস্থ বাংলাদেশ মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবা চালু করায় রাষ্ট্রদূত পাসপোর্ট অধিদপ্তর ও প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি প্রবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বানও জানান।

উদ্বোধনী শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা তিনজন আবেদনকারীর হাতে ই-পাসপোর্ট আবেদনের ডেলিভারি স্লিপ তুলে দেন।

এখন থেকে ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বুরুন্ডিতে অবস্থানরত বাংলাদেশিরা ৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার