Logo
Logo
×

জাতীয়

আসছে টানা ৩ দিনের সরকারি ছুটি, কবে থেকে শুরু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম

আসছে টানা ৩ দিনের সরকারি ছুটি, কবে থেকে শুরু

চাকরিজীবীদের জন্য আসছে সুখবর। বছরের শেষ মাস ডিসেম্বরেও রয়েছে দীর্ঘদিনের ছুটির আনন্দ। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বর মাসে দুটি সরকারি ছুটি রয়েছে। যার ফলে টানা তিন দিনের বিশ্রাম পাওয়ার সুযোগ তৈরি হবে।

বিজয় দিবস: ১৬ ডিসেম্বর, মঙ্গলবার, যা একটি সরকারি ছুটি। বড়দিন: ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, বড়দিন উপলক্ষে সরকারি ছুটি। বৃহস্পতিবার হওয়ায় বড়দিনের ছুটির সঙ্গে শুক্রবার এবং শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের ছুটি উপভোগ করা যাবে।

এই দীর্ঘ ছুটি চাকরিজীবীদের জন্য ব্যক্তিগত কাজ সারানো। পরিবারের সঙ্গে সময় কাটানো কিংবা ভ্রমণের পরিকল্পনা করার সুবর্ণ সুযোগ। দীর্ঘদিনের পরিশ্রমের ফসল হিসেবে এই ছুটি নতুন উদ্যম নিয়ে ২০২৬ সালের নতুন বছর শুরু করতে সাহায্য করবে। 

তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ।

তাই প্রস্তুত থাকুন, ডিসেম্বরের এই টানা ছুটি উপভোগ করে নতুন বছরকে স্বাগত জানান আর নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে কাজ শুরু করুন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার