৪০০ মাইল দূরে বদলি, ক্ষোভ প্রকাশ করে যা বললেন শিক্ষক নেতা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
সারা দেশে গত ৪ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২ জন শিক্ষককে বদলি করা হয়েছে। এই বদলির আদেশ পাওয়ার পর সহকর্মী এবং নিজের বদলি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম। তিনি ফুলপুর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দীর্ঘদিন যাবৎ কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বদলির আদেশে প্রায় ৪০০ মাইল দূরে আবুল কাশেমকে বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ফেসবুক লাইভে এসে আবুল কাশেম বলেন, ‘আমাকে সাড়ে ৪০০ মাইল দূরে বদলি করা হয়েছে। এতে আমি বিচলিত নই। আমার মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের নেতৃত্ব দেওয়া শতাধিক শিক্ষককে বদলি করা হয়েছে পার্শ্ববর্তী জেলা এবং বিভাগে। আরো অনেকে বদলি হতে পারেন।
এ নিয়ে কেউ বিচলিত হবেন না।
তিনি আরো বলেন, ‘অবিলম্বে আরো কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। সে জন্য যদি জেলে যেতে হয়, প্রস্তুত রয়েছি।’
শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের এ কেন্দ্রীয় নেতার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের ফলে প্রাথমিক বিদ্যালয়ের সব পরীক্ষা বন্ধ করার পর অভিভবাবকদের দাবির প্রেক্ষিতে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করার পর ইউএনও নির্দেশে সব পরীক্ষা চলমান রয়েছে।