Logo
Logo
×

জাতীয়

পে স্কেলের দাবিতে মহাসমাবেশ, ঢাকামুখী সরকারি চাকরিজীবীরা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম

পে স্কেলের দাবিতে মহাসমাবেশ, ঢাকামুখী সরকারি চাকরিজীবীরা

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ডাকা মহাসমাবেশের নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত হয়েছেন সরকারি কর্মচারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মচারীরা এই সমাবেশে যোগ দিচ্ছেন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সারাদেশ থেকে ইতোমধ্যে শহীদ মিনার এলাকায় উপস্থিত হয়েছেন কয়েক হাজার সরকারি চাকরিজীবী। তাদের দাবি, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং জানুয়ারি মাস থেকেই পে স্কেল কার্যকর করতে হবে। 

যশোর থেকে আসা শহিদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে পে স্কেলের দাবি করে আসছি। সরকার পে কমিশন গঠন করলেও অর্থ উপদেষ্টার বক্তব্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে ধ্রুমজাল তৈরি হয়েছে। আমরা নির্দিষ্ট হেডলাইন দিয়েছি, এই সময়ের মধ্যে  গেজেট প্রকাশ করতে হবে। পে স্কেল না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার