Logo
Logo
×

জাতীয়

অবরোধ কর্মসূচির মামলায় আসামি করা হলো কারাবন্দিকে, আছেন প্রবাসীও

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ এএম

অবরোধ কর্মসূচির মামলায় আসামি করা হলো কারাবন্দিকে, আছেন প্রবাসীও

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া মহাসড়কে গাছ ফেলে অবরোধ কর্মসূচি পালনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে কারাগারে বন্দি এক কয়েদির বিরুদ্ধে। এছাড়া বিদেশে থাকা প্রবাসীকেও আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর সদরের হাপানিয়া গ্রামের মো. নুরুল আমিনের ছেলে মো. খুরশীদ আলম বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ৫০–৬০ জনকে অজ্ঞাত আসামি করে পাকুন্দিয়া থানায় মামলাটি করেন।

ওই মামলার ২৯ নম্বর আসামি আবু হানিফা গত ৩১ জুলাই থেকে জেলা কারাগারে বন্দি রয়েছেন। বন্দি থেকেও তিনি কিশোরগঞ্জ-পাকুন্দিয়া মহাসড়কে শ্রীরামদীতে গাছ ফেলে অবরোধ কর্মসূচি পালনের মামলায় আসামি হয়েছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আবু হানিফার স্ত্রী আকলিমা বলেন, ‘আমার স্বামী গত ৩১ জুলাই থেকে অন্য একটি মামলায় কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জানতে পারলাম আমার স্বামীকে গত ১৪ নভেম্বর রাত ১টার দিকে শ্রীরামদী এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যন্ত্র দিয়ে গাছ কেটে সড়ক অবরোধ ও মহাসড়কে গাছ ও লাকড়ি জ্বালিয়ে বিক্ষোভ করা মামলায় আসামি করা হয়েছে। কারাগারে বন্দি অবস্থায় কিভাবে আমার স্বামী হামলা করল?’

মামলার ৪ নম্বর আসামি এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান গত ২৩ অক্টোবর থেকে বিদেশে আছেন। ২৬ নম্বর আসামি আরফান উদ্দিন উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

এ বিষয়ে আরফান উদ্দিন বলেন, মামলায় কিভাবে আমার নাম এসেছে তা আমি অবগত নই, আমি উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেছি। 

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. খুরশীদ আলম বলেন, মামলায় যে কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি, সেই কয়েকজনের নাম দিয়েছি। রাতের বেলায় দেখার ভুলের কারণে কয়েকজনের নাম ভুলক্রমে যুক্ত হয়ে গেছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, এ বিষয়ে এখনই সঠিকভাবে কিছু বলতে পারব না। সবেমাত্র মামলা হয়েছে। যাচাই-বাছাই করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। কোনো নিরীহ ব্যক্তিকে আসামি অথবা গ্রেফতার করা হবে না বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার