Logo
Logo
×

জাতীয়

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন জোবাইদা রহমান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ এএম

ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন জোবাইদা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে চেক ইন করেছেন এবং স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন ডা. জোবাইদা। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে, কখন খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে। আজ দুপুরেই মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

দেখুন : ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন জোবাইদা রহমান

খালেদা জিয়ার সঙ্গে মোট ১৬ জন সফরসঙ্গী থাকবেন। এতে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শমীলা রহমান, চিকিৎসকরা—ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন।

এ ছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক ও মাসুদার রহমান। খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদারও সঙ্গে থাকবেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন।

এর আগে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসেছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছেন।

গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি করা হলেও এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার