Logo
Logo
×

জাতীয়

কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রায়

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম

কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

এর আগে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্তের কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেয়া হবে বিএনপি চেয়ারপারসনকে। কাতারের রয়াল এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার জন্য থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৪ জনের একটি দল।

ইতোমধ্যে সরকারের আনুষ্ঠানিক অনুরোধে খালেদা জিয়ার জন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতেও সম্মতি জানিয়েছে কাতার। সেই সঙ্গে দেশটির আমিরও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে লন্ডন সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের। বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। ফলে সবমিলিয়ে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা শুক্রবার সকাল ১০টা পেরিয়ে যেতে পারে।

অন্যদিকে ৬ চিকিৎসকসহ মোট ১৪ জন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবে বলে ইতোমধ্যে নিশ্চিত করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে চিকিৎসকসহ ওই ১৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকায় অনুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে থাকবেন তার পুত্রবধূ সায়দা শামীলা রহমান। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক ও চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমানও লন্ডন সফরে থাকবেন।

এছাড়াও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডনে যাবেন ৬ চিকিৎসক। তারা হলেন- ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

এদিকে নিরাপত্তার অংশ হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্সের হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে লন্ডনে যাবেন। এছাড়াও গৃহপরিচারিকা হিসেবে ফাতেমা বেগম ও রূপা শিকদারকেও সফরসঙ্গী হিসেবে তালিকায় রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার