যে কারণে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন। খালেদা জিয়ার সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করার পুরো প্রক্রিয়া সরাসরি তদারকি ও সমন্বয়ের প্রয়োজনেই তাঁর এই আকস্মিক সফর।
এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে বারো দিন ধরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে।
মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন নেওয়া প্রয়োজন। এই যাত্রায় খালেদা জিয়ার সঙ্গে থাকা, চিকিৎসকদের সিদ্ধান্তে সমন্বয় করা এবং লন্ডনে পৌঁছানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে ডা. জোবাইদা রহমানের উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছু অগ্রগতি হলেও এখনও ঝুঁকি রয়ে গেছে। লন্ডনে পৌঁছানোর পর চিকিৎসা ব্যবস্থাপনা যাতে কোনভাবে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করছেন ডা. জোবাইদা। তিনি লন্ডনে থেকেই চিকিৎসা-প্রক্রিয়ার সূক্ষ্ম বিষয়গুলো তত্ত্বাবধান করছিলেন। তবে জরুরি পরিস্থিতিতে সরাসরি ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তাঁর।
জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। শর্মিলা রহমানসহ পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও স্টাফদের নিয়ে একটি দল এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। পুরো চিকিৎসা অভিযাত্রা সরাসরি মনিটর করছেন তারেক রহমান।
২৩ নভেম্বর গুরুতর শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়াকে নিয়ে তৈরি হয়েছে নতুন মেডিকেল বোর্ড। বোর্ডের নেতৃত্বে আছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, আর এর অন্যতম সদস্যই ডা. জোবাইদা রহমান।