Logo
Logo
×

জাতীয়

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

চীনে ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত

চীনে আজ বৃহস্পতিবার জিনজিয়াংয়ে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানিয়েছে।

সিইএনসি জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩ টা ৪৪ মিনিটে চীনের উত্তর-পশ্চিমে অবস্থিত কিরগিজস্তান-জিনজিয়াং সীমান্তের কাছে আক্কি কাউন্টির কাছে ভূমিকম্পটি আঘাত হানে। যার কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে হতাহতের বা ভবন ধসের কোনো খবর পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কাউন্টিতে পরিবহন, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ স্বাভাবিকভাবে চলছে। সূত্র : রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার