Logo
Logo
×

জাতীয়

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার ভিসি দপ্তরে মূলা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার ভিসি দপ্তরে মূলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে মূলা উপহার দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর একটা নাগাদ কয়কেটি মূলা হাতে করে ভিসির দপ্তরে যান তারা। সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয় তারা উপহার উপাচার্যের অফিসে মূলা দিয়েছেন।

এসময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি হাসিবুর রহমান বলেন বলেন "বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো খেলাধুলার জন্য ৭-৮ মাস ধরে মাঠ প্রস্তুত করতে পারেনি। হিট প্রজেক্টের চূড়ান্ত বোঝাপড়া শেষ করেনি ডিপার্টমেন্টগুলোর সাথে।

এছাড়াও শিক্ষার্থীর পদোন্নতির বিষয়টিও সমাধান করতে পারেনি প্রশাসন। বেতন আটকে আছে কর্মচারীদের। ছাত্রসংসদ নির্বাচন নিয়ে করছে গড়িমসি। প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েই আসছে কিন্তু বাস্তবায়ন করতে পারেনি। বিভিন্ন সময় বিভিন্ন আশা দেখিয়ে আমাদের সামনে "মূলা" ঝুলিয়েছেন। তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসবে আজ তাদেরই মূলা উপহার দিয়েছি"।

ববি ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নানা সংকট চলমান থাকলেও আমরা এর কোনো কার্যকর সমাধান দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের একের পর এক শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন এখন ‘মূলা’তে পরিণত হয়েছে। এই মূলা নিতে নিতে আমরা বিরক্ত।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদীন ধরে ভুগছে নানান সংকটে। আবাসিক হলের অপ্রুতলতা, ক্লাসরুম সংকট, কেন্দ্রীয় খেলার মাঠ এখনো সংস্কার হয়নি, বেতন আটকে আছে কর্মচারীদের, শিক্ষকদের পদোন্নতি নিয়েও ধোঁয়াশা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার