Logo
Logo
×

জাতীয়

কেমন আছেন খালেদা জিয়া, যা জানা গেল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

কেমন আছেন খালেদা জিয়া, যা জানা গেল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত আছে।

জানা গেছে, যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার সর্বশেষ প্রতিবেদনগুলো দেখেছেন। চীন থেকে আসা চিকিৎসকদের দ্বিতীয় দল রাতেই মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে তারা কিছুই জানায়নি।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য বিশিষ্ট হেমাটোলজিস্ট অধ্যাপক ডা. নুরুদ্দীন আহমদ জানান, বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত। তিনি আগের মতোই আছেন। 

খালেদা জিয়ার খোঁজ নিতে বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শয্যার পাশে কিছুক্ষণ অবস্থান করেন প্রধান উপদেষ্টা। তার সুস্থতা কামনায় তিনি দোয়া করেন। পরে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন ডা. জাফর ইকবাল।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে কথা বলবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার