Logo
Logo
×

জাতীয়

সিএনজি অটোরিকশার নতুন ভাড়ার তালিকা প্রকাশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

সিএনজি অটোরিকশার নতুন ভাড়ার তালিকা প্রকাশ

সিলেট মহানগর পুলিশ নগরবাসীর সুবিধার জন্য সিএনজি অটোরিকশার নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে। প্রস্তাবিত ভাড়া ন্যূনতম ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১৮০ টাকা পর্যন্ত ধরা হয়েছে।

পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরের বিভিন্ন পয়েন্টে যাতায়াতের জন্য ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তালিকা প্রণয়নে রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, সিএনজি মালিক ও শ্রমিক নেতাদের মতামত নেওয়া হয়েছে। নগরবাসীরও মতামত গ্রহণ করা হবে—ফোন, ই-মেইল বা পুলিশ ফেসবুক পেজের মাধ্যমে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে এটি গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়।

আর ঘণ্টা ভিত্তিতে ভাড়ার জন্য প্রতি ঘণ্টা ১৫০ টাকা ও পরবর্তী প্রতি ৩০ মিনিট ৭৫ টাকা করে প্রস্তাব করা হয়েছে।

এর আগে সিলেট নগরের রিকশা ভাড়ার খসড়া তালিকা প্রকাশ করেছিল মহানগর পুলিশ। প্রস্তাবিত তালিকা অনুযায়ী বন্দরবাজার, কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, হুমায়ূন রশিদ চত্বর, দক্ষিণ সুরমা বাস টার্মিনাল, ওসমানী মেডিক্যাল, রিকাবীবাজার, মধুশহীদ, ঘাসিটুলা, শেখঘাট, কলাপাড়া, লামাবাজার পর্যন্ত ৬০ টাকা, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা বাবনা পয়েন্ট ৭৫ টাকা, আখালিয়া, শাহজালাল ভার্সিটি, কুমারগাঁও বাস টার্মিনাল ৯০ টাকা, টুকেরবাজার, শাহজালাল ইউনিভার্সিটি গেট, আখালিয়া, কুমারগাঁও বাস টার্মিনাল, শাহপরান (রহ.) মাজার গেট, খাদিম, টুকের বাজার ১২০ টাকা, মাসুক বাজার ১৫০, বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা ১৭৫, বটেশ্বর, পীরের বাজার ১৮০ টাকা।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল গেটের সম্মুখ থেকে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, আম্বরখানা পর্যন্ত ৬০ টাকা, কুমারগাও বাস টার্মিনাল, তেমুখি পয়েন্ট, টুকের বাজার ১০০ টাকা।

আম্বরখানা পয়েন্ট থেকে বন্দরবাজার পয়েন্ট, সুরমা পয়েন্ট, কোর্ট পয়েন্ট, পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, বন্দরবাজার পর্যন্ত ৬০ টাকা, টিলাগড়, এমসি কলেজ, বালুচর, টুকেরবাজার ৭৫ টাকা, বড়শলা, ক্যাডেট কলেজ, কোম্পানীগঞ্জ বাইপাস ৯০ টাকা, শাহপরান (রহঃ) মাজার গেইট, খাদিম, বিমানবন্দর, বাদাঘাট, সোনাতলা, মইয়ারচর, জালালাবাদ থানা ১২০ টাকা, সালুটিকর ১৫০ টাকা, লামাকাজী ১৮০ টাকা। হুমায়ুন রশিদ চত্তর থেকে ওসমানী মেডিক্যাল ১২০ টাকা, কুমারগাঁও বাসটার্মিনাল ১৫০ টাকা। রেলস্টেশন পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, জিতু মিয়া পয়েন্ট, চকের বাজার, নয়াবাজার, সিলাম, মোহম্মদপুর, বলদী আলশপাশ এলাকা পর্যন্ত ৯০ টাকা, ওসমানী মেডিক্যাল, লামাবাজার, রিকাবীবাজার পর্যন্ত ১২০ টাকা, আম্বরখানা সুবিদবাজার, মাজারগেইট আশপাশ এলাকা ১৫০ টাকা, কুমারগাঁও, টুকেরবাজার ১৮০ টাকা। টুকেরবাজার, তেমুখি থেকে আম্বরখানা, সুবিদবাজার, লামাকাজী, মোঘলাগাঁও, শিবেরবাজার, পিটারগঞ্জবাজার পর্যন্ত ৯০ টাকা।

মোগলাবাজার থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, রাখালগঞ্জ বাজার, আনিলগঞ্জ ৯০ টাকা, ক্বীনব্রীজ, কদমতলী, বাসটার্মিনাল, হুমায়ুন রশিদ চত্বর আশপাশ এলাকায় ১২০ টাকা।

খালোমুখ থেকে কীনব্রিজ, কদমতলী, হুমায়ূন রশিদ চত্বর, কদমতলী বাসটার্মিনাল, রেলস্টেশন পর্যন্ত ৯০ টাকা। কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর, পাসপোর্ট অফিস, কুশিঘাট আশপাশ এলাকায় ৬০ টাকা, পাঁচমাইল, সিরাজ উদ্দিন চত্বর পর্যন্ত ৬০ টাকা, হেতিমগঞ্জ (মহানগর এলাকার বাহিরে) ১৫০ টাকা। শাহপরান মেইন গেইট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সুরমা পয়েন্ট আশপাশ এলাকায় ১২০ টাকা। কীন ব্রিজ, দক্ষিণপাড় (ভার্থখলা, বাবনা পয়েন্ট) থেকে চন্ডিপুল, দক্ষিণ সুরমা থানায় ৬০ টাকা, জালালপুর, কলাবাগান পর্যন্ত ১২০ টাকা, বিশ্বনাথ (কামাল বাজার হয়ে) ১৮০ টাকা। চন্ডিপুল থেকে জালালপুর বাজার ৭৫ টাকা, বন্দরবাজার, সুরমা পয়েন্ট, জিতুমিয়া পয়েন্ট, তালতলা, সোবহানীঘাট বাজার, উপশহর পয়েন্ট পর্যন্ত ৯০ টাকা, রিকাবীবাজার, ওসমানী মেডিক্যাল আশপাশ এলাকায় ১২০ টাকা। জেল রোড পয়েন্ট থেকে নোয়াগাঁও, সাদীপুর, সাদাটিকর, বুরহানউদ্দিন মাজার, কুশিঘাট পর্যন্ত ৭৫ টাকা, মুক্তিরচক, মীরেরচক/শাহপরাণ (রঃ) থানা গেইট, মুরাদপুর বাজার পর্যন্ত ১২০ টাকা।

জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে শাহজালাল উপশহর, শিবগঞ্জ পর্যন্ত ৫০ টাকা। শাহী ঈদগাহ থেকে আম্বরখানা ৫০ টাকা, জেলরোড পয়েন্ট ৬০ টাকা। বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন এলাকা থেকে টিলাগড় ৫০ টাকা, আম্বরখানা ৬০ টাকা। জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ১৮০ টাকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার