বাড়ছে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের ভাতা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
যারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন তাদের ভাতা বাড়ানো হয়েছে, যাতে করে স্থানীয় রাজনৈতিক কোনো ব্যক্তির আতিথেয়তা তারা গ্রহণ না করেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী বছরে জাতীয় নির্বাচন এবং গণভোট মিলে সবচেয়ে বড় নির্বাচন হবে। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর কথা এবং কাজের সমন্বয় চেয়েছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, এখন পর্যন্ত এক লাখের মতো প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
আখতার আহমেদ বলেন, মক ভোটিংয়ের ফলাফল থেকে কমিশন মনে করে ভোট কেন্দ্র কিংবা ভোট কক্ষ বাড়ানোর প্রয়োজন নেই। শুধুমাত্র গোপন কক্ষ বাড়ালেই হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবেই বলেও জানিয়েছেন তিনি।
হঠাৎ ভোটের কর্মশালা স্থগিত, তাহলে তফসিল কবে?
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। তবে এই নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হওয়া আইনশৃঙ্খলা সংক্রান্ত কর্মশালা হঠাৎ স্থগিত হয়ে গেছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শিমুল আকতার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, আগামী ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক কর্মশালাটি অনিবার্য কারণে স্থগিত করা হলো। চিঠিতে স্থগতির কারণ উল্লেখ করা হয়নি।
চিঠি প্রেরণ করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ মহাপরিদর্শক, আইন ও বিচার বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, মিলিটারি অপারেশনস, দেশের সব রেঞ্জের ডিআইজি, সব জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারদের কাছে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটের তফসিল ঘোষণা করা হবে।
বিশ্লেষকরা বলছেন, হঠাৎ কর্মশালা স্থগিত হওয়ায় আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে কিছু প্রশ্ন উঠলেও তফসিল ঘোষণার সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আশা করা হচ্ছে না।