Logo
Logo
×

জাতীয়

নির্বাচনের জোয়ার চলছে, আমরা শতাব্দীর সেরা নির্বাচন চাই: ইসি সচিব

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ এএম

নির্বাচনের জোয়ার চলছে, আমরা শতাব্দীর সেরা নির্বাচন চাই:  ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ এখন নির্বাচনী উত্তাপে—এ মন্তব্য করে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “আমরা সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।”

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ সাংবাদিকদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইসি সচিব বলেন, “আমাদের সামনে জাতীয় নির্বাচন ও গণভোট—দুটোই বিশাল কর্মপরিকল্পনা। একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করবে। গণভোটের চারটি প্রশ্ন নিয়ে অনেকের মনে সংশয় দেখা গেলেও উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে—রাজনৈতিক দলগুলোর ঘোষণাপত্রেও বহু প্রতিশ্রুতি থাকে, সবাই সবকিছুতে একমত না হলেও সামগ্রিকভাবে মানুষ সিদ্ধান্ত নেয়। গণভোটও একইভাবে ‘প্যাকেজ’ দেখে ভোট দেওয়ার বিষয়।”

ইটিআইয়ের মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার