Logo
Logo
×

জাতীয়

ঢাকা মেডিকেলে নবজাতক পাচারের চেষ্টা, দুই নারী আটক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ এএম

ঢাকা মেডিকেলে নবজাতক পাচারের চেষ্টা, দুই নারী আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশু পাচারের চেষ্টা করতে গিয়ে নাহার (৪৭) ও তার বোন হাসিনাকে (৩৮) আটক করেছে আনসার সদস্যরা। পরে তাদের শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আলমগীর হোসেন জানান, ১০৬ নম্বর ওয়ার্ড থেকে একটি নবজাতক পুত্র শিশুকে নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যদের বাধার মুখে পড়েন দুই নারী। আচরণ সন্দেহজনক হওয়ায় টহল টিম দ্রুত তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ‘নাহার মেডিকেল সেন্টার’-এর মালিক নাহার এবং তার বোন হাসিনা ৫০ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রির পরিকল্পনা করেন। কমিলা বেগম নামে এক নারীর সঙ্গে ওই অর্থে চুক্তি করে শিশুটিকে হাসপাতাল থেকে কৌশলে বের করে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।   
প্লাটুন কমান্ডার আরও বলেন, জিজ্ঞাসাবাদে নাহার ও হাসিনা স্বীকার করেন যে বিভিন্ন অসহায় নারীর কাছ থেকে অর্থের লোভ দেখিয়ে শিশু ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছেন। ভুক্তভোগী কমিলা বেগম জানান, তার অপারেশনে ২২ হাজার টাকা খরচ হয়েছে। পাচারকারীরা জানান, বাকি টাকা তুলতে না পারায় শিশুটিকে অন্য জায়গায় বিক্রি করার চেষ্টা করছিল তারা। কিন্তু সন্তান দিতে রাজি না হওয়ায় এবং শিশুটিকে দুধ খেতেও না দেওয়ায় পরিস্থিতি জটিল হয়। গত ২৯ নভেম্বর কমিলা বেগম সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) শিশুটিকে হাসপাতাল থেকে বের করে নেওয়ার চেষ্টা করার সময়ই তারা ধরা পড়ে। 

অভিযুক্ত নাহারের ছেলে ফাহিম দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন, ‘ওই মহিলা অসহায় ও গরিব। আমরা তাকে বাসায় রেখে দেখাশোনা করছিলাম। চিকিৎসক বলেছিলেন তার জরায়ুতে সিস্ট রয়েছে এবং অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। আমার মা ও খালা কোনো পাচারচক্রের অংশ নন। তাদের ফাঁসানো হয়েছে।’ 

তিনি আরও জানান, টঙ্গীর হোসেন মার্কেটে তাদের ‘নাহার মেডিকেল সেন্টার’ নামে একটি হাসপাতাল রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার