Logo
Logo
×

জাতীয়

ঘরে বসেই জন্ম সনদ বাংলা থেকে ইংরেজি করবেন যেভাবে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

ঘরে বসেই জন্ম সনদ বাংলা থেকে ইংরেজি করবেন যেভাবে

পাসপোর্ট, ভিসা বা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করার সময় যদি জন্ম নিবন্ধন সনদ বাংলায় থাকে, তাহলে ঝামেলায় পড়তে হয়। এ ক্ষেত্রে জন্ম সনদ ইংরেজিতে রূপান্তর করা বাধ্যতামূলক হয়।

সুখবর হলো— ঘরে বসেই আপনি অনলাইনে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যু নিবন্ধন পোর্টাল— bdris.gov.bd থেকে সহজেই জন্ম সনদ ইংরেজিতে রূপান্তর করা যায়।

বাংলা থেকে ইংরেজিতে রূপান্তরের পুরো প্রক্রিয়া ধারাবাহিকভাবে তুলে ধরা হলো—

১. ওয়েবসাইটে প্রবেশ করুন

আপনার মোবাইল বা কম্পিউটার থেকে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এটি জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য সরকার নির্ধারিত অফিসিয়াল পোর্টাল।

২. জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিন

‘জন্ম নিবন্ধন সংশোধন’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করুন।

৩. নিবন্ধন কার্যালয় নির্বাচন করুন

যে অফিসে আপনার জন্ম নিবন্ধন হয়েছিল (ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন) সেটি সঠিকভাবে নির্বাচন করুন।

৪. ইংরেজিতে তথ্য পূরণ করুন

আপনার নাম, পিতামাতার নাম, ঠিকানা ইত্যাদি নির্ভুলভাবে ইংরেজিতে লিখুন। প্রতিটি ঘরে আলাদাভাবে তথ্য দিতে হবে।

৫. ঠিকানা ইংরেজিতে লিখুন

জন্মস্থান ও বর্তমান ঠিকানা ইংরেজিতে লিখুন। আবেদনকারীর মোবাইল নম্বর এবং বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক (father/mother) উল্লেখ করতে হবে।

৬. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন

নিচের কাগজগুলো স্ক্যান করে আপলোড করুন (প্রতিটি ফাইলের সাইজ 976KB-এর মধ্যে রাখতে হবে)—

> জাতীয় পরিচয়পত্র (NID)

> এসএসসি/এইচএসসি সার্টিফিকেট

> পুরানো জন্ম নিবন্ধন সনদ

৭. পেমেন্ট সম্পন্ন করুন

সব তথ্য আপলোডের পর ১০০ টাকার সরকারি ফি দিতে হবে। বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

৮. আবেদন জমা দিন

সবকিছু ঠিক থাকলে ‘আবেদন জমা দিন’ বাটনে ক্লিক করুন। জমা দেওয়ার পর একটি রেফারেন্স নম্বর পাবেন— এটি সংরক্ষণ করে রাখুন।

৯. প্রিন্ট কপি নিয়ে অফিসে জমা দিন

আবেদন জমা দেওয়ার পর প্রিন্ট কপি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন অফিসে নির্ধারিত তারিখে জমা দিন।

প্রয়োজনীয় কাগজপত্র এক নজরে—

> জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট

> মাধ্যমিক/উচ্চমাধ্যমিক সার্টিফিকেট

> পুরানো জন্ম নিবন্ধন সনদ

এভাবেই আপনি ঘরে বসে সহজে জন্ম সনদ বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার