মা বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। মায়ের পাশে নেই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান কয়েকদিন আগে নিজেই জানিয়েছে দেশে ফেরার বিষয়টি তার একার সিদ্ধান্তের বিষয় নয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানের দেশের আসার গুজব ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তারেক রহমান কোনো এক বিমানবন্দরের ভিতরে এক দিক থেকে অন্য দিকে হেঁটে যাচ্চেন। তার পেছনে কয়েকজনকেও হেঁটে তার সাথে যেতে দেখা যাচ্ছে।
তারেক রহমান দেশে আসার কোনো সত্যতা পাওয়া না গেলেও সোমবার রাতে দলের দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।
সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য সময়ের মতোই স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে আজকের বৈঠকে নতুন করে বেগম খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে দলের পক্ষ থেকে ডা. এ জেড এম জাহিদ কথা বলবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে আলোচনা হয়েছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্ন করলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তিনি শিগগিরই দেশে আসবেন, ইনশাহআল্লাহ।’
এদিকে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এক ব্রিফিংয়ে জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসাব্যবস্থা তদারক করছেন ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।