খালেদা জিয়াকে দেখতে আসছে যুক্তরাষ্ট্রের চিকিৎসক টিম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে যুক্তরাষ্ট্র থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখার জন্য আরও একটি বিশেষজ্ঞ টিম আসছে। উনারা দেখে যদি মনে করেন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া যেতে পারে। তাহলে দেশের বাইরের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ দুপুর ১২ টা ২৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে সামনে ব্রেফিংয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, খালেদা জিয়া এখনও চিকিৎসা গ্রহণ করতে পারছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
ডা. জাহিদ আরও বলেন, দেশের সকল ধর্মালম্বী মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছি।
গুজবের বিষয়ে সতর্কতা এড়াতে তিনি দলের সামগ্রিক বিষয়ের জন্য সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের দিকে নজর রাখার আহ্বান করেছেন। তিনি বলেন, দলের সিদ্ধান্তের বিষয়গুলো রুহুল কবির রিজভী জানাবেন, আর খালেদা জিয়া শারীরিক বিষয়গুলো নিয়ে তিনি জানাবেন। এ দুজনের বক্তব্য অনুসরণ করলে কোন ধরনের গুজব ছড়াবে না বলেও মন্তব্য করেন তিনি।