Logo
Logo
×

জাতীয়

জায়মা রহমান ও ডা. জোবাইদা রহমানের নামে শতাধিক ভুয়া পেজ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

জায়মা রহমান ও ডা. জোবাইদা রহমানের নামে শতাধিক ভুয়া পেজ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে খবর আসে। তারই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানের দেশে আসা না আসার বিষয়টি আলোচনায় আসে।

সম্প্রতি Zaima Rahman নামের পেজ থেকে একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে খালেদা জিয়ার অসুস্থতার বিষয় জানিয়ে দোয়া চাওয়ার পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যাপারে নেতিবাচক মন্তব্য করা হয়।

অন্যদিকে Dr. Zubaida Rahman (ডা. জুবাইদা রহমান) নামের পেজ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে একাধিক পোস্ট দেওয়া হয়।

এ বিষয়ে যাচাই করতে গিয়ে দেখা যায়, গত ৫ জুন ২০২৫ এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, “ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের কোনো ফেসবুক আইডি নেই।”

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের নামে ফেইক একাউন্ট খুলে তাদের নামে নিয়মিত অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করা হয় এসব একাউন্ট থেকে। 

ফ্যাক্ট অর ফলস এর যাচাইয়ে দেখা যায়, জায়মা রহমানের নামে ফেসবুকে ১২০ টি পেজ এবং ডা. জোবাইদা রহমান এর নামে ১৫ টি পেজ রয়েছে।

Zaima Rahman এ ফলোয়ার সংখ্যা ২ লাখ ৯২ হাজার। পেজটি ২৩ এপ্রিল ২০১৮ তে ক্রিয়েট করা এবং পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত। পেজটিতে বিএনপির প্রচার চলে নিয়মিত।

Zaima Rahman এ ফলোয়ার সংখ্যা ১ লাখ ৫৯ হাজার।পেজটি .১৮ অক্টোবর ২০১৪ তে ক্রিয়েট করা। এ পর্যন্ত ৭ বার নাম পরিবর্তন করা হয়েছে পেজটির। পেজটিতে বিএনপির প্রচার প্রচারণা চলে নিয়মিত। পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত। 

পেজটির প্রথম নাম ছিল জাতীয়তাবাদী ছাত্রদল তৃনমূল পরে সেটি ২০২১ সালে পরিবর্তন করা হয় বিএনপি সংবাদ নামে এবং ২০২২ সালে পরিবর্তন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামে। একই পেজ ২০২৩ সালে ৫ বার নাম পরিবর্তন করে রাখে Zaima Rahman, Zaima Rahman, BnpNews24, BnpNews24 এবং সর্বশেষ Zaima Rahman.

Zaima Rahman  এ ফলোয়ার সংখ্যা ২৭ হাজার, পেজটি নভেম্বর ২৩,২০২৫ এ ক্রিয়েট করা। পেজটি মূলত গত ২৩ নভেম্বর জায়মা রহমান প্রথম লাইভে রাজনৈতিক আলোচনায় বক্তব্য রাখার পর খোলা হয়েছে।

Zaima Rahman  এ ফলোয়ার সংখ্যা ১০ হাজার। পেজটি ২৩ এপ্রিল ২০১৮ তে ক্রিয়েট করা এবং পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত। পেজটিতে বিএনপির প্রচারনার পোস্ট করা হয়।

Dr.Zubaida Rahman  এ ফলোয়ার সংখ্যা ৮২ হাজার, পেজটি ৩ মার্চ ২০১২ তে ক্রিয়েট করা। পেজটি বাংলাদেশ থেকে ৩ জন পরিচালনা করে। পেজটিতে বিএনপির সম্পর্কে পোস্ট করা হয়।

ডা. জুবাইদা রহমান  এ ফলোয়ার সংখ্যা ৩৬ হাজার এবং পেজটি ৩ আগস্ট ২০২৩ খোলা হয়েছে। পেজে জিয়া পরিবার নিয়ে নিয়মিত পোস্ট হয়। পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত। পেজটির নাম প্রথমে ছিল ড: জুবাইদা রহমান এবং পরে সেটি পরিবর্তন করে রাখা হয় ডা. জুবাইদা রহমান।

আরও পড়ুন
Dr. Zubaida Rahman  এ ফলোয়ার সংখ্যা ২১ হাজার, পেজটি ২১ সেপ্টেম্বর ২০২৩ এ ক্রিয়েট করা এবং দুইবার নাম পরিবর্তন করা হয়েছে। প্রথমে নাম ছিলো Prity Actress, যা বাংলাদেশ থেকে ৩ জন পরিচালনা করে। পেজটিতে মূলত এখন বিএনপির পক্ষে প্রচারনা চালানো হয়।

পেজগুলোর ট্রান্সপারেন্সি চেক করলে দেখা যায় সব গুলোই বাংলাদেশ থেকে পরিচালিত অথচ জায়মা রহমান ও ডা. জোবাইদা রহমান লন্ডনে অবস্থান করছেন।

এসব ভুয়া পেজকে আসল মনে করেই অনেকে ফলো করছেন। এছাড়া জায়মা রহমান ও ডা. জোবাইদা রহমানের আসল পেজ ভেবে এসব পেজের কন্টেন্ট বহু ব্যবহারকারী শেয়ার করার পাশাপাশি কমেন্ট বক্সে তাদের মতামত প্রকাশ করছেন।

তবে বিএনপি সূত্র ফ্যাক্ট অর ফলসকে জানিয়েছে,  এখন পর্যন্ত কোন অফিসিয়াল একাউন্ট না থাকলেও জায়মা রহমানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট আসতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার