Logo
Logo
×

জাতীয়

ট্রাভেল পারমিট পাননি অভি বললেন অবিচার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ এএম

ট্রাভেল পারমিট পাননি অভি বললেন অবিচার

‘২৪ ঘণ্টার মধ্যে ট্রাভেল পারমিট দেওয়ার কথা বললেও কেউ ১৭-১৮ দিনেও তা পাচ্ছেন না’ বলে অভিযোগ করেছেন কানাডায় অবস্থানরত সাবেক সংসদ সদস্য, একসময়ের তুখোড় ছাত্রনেতা গোলাম ফারুক অভি। গতকাল তিনি টেলিফোনে বলেন, ‘স্বাভাবিকভাবে দ্রুততম সময়ের (২৪ থেকে ৭২ ঘণ্টা) মধ্যে নিজ দেশের নাগরিককে দেশে ফেরার জন্য এই পারমিট ইস্যু করার নিয়ম। কিন্তু নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদনের পর ১৭-১৮ দিন পেরিয়ে গেছে। তার পরেও বর্তমান পররাষ্ট্র উপদেষ্টার সম্মতি না পাওয়ায় কানাডায় বাংলাদেশ দূতাবাস আমার নামে ট্রাভেল পারমিট ইস্যু করতে পারেনি।’ ট্রাভেল পারমিট পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে অভি বলেন, ‘আমার সঙ্গে অবিচার করা হচ্ছে।’

তিনি জানান, প্রথমে তিনি ৬ নভেম্বর কানাডার অটোয়ায় বাংলাদেশের দূতাবাসে ট্রাভেল পারমিটের জন্য টেলিফোনে যোগাযোগ করেন। কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাননি। পরে ঢাকার সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। গত ১৪ নভেম্বর দূতাবাসে নির্ধারিত ফর্ম পূরণ করে ট্রাভেল পারমিটের জন্য আবেদন পাঠান। সঙ্গে পাঠিয়েছেন অন্যান্য ডকুমেন্টও। অভি বলেন, দূতাবাস থেকে পররাষ্ট্র উপদেষ্টা বরাবরে ট্র্যাভেল পারমিট চেয়ে একটি আবেদন পাঠাতে বললে, সেটাও পাঠিয়েছি। 

ব্যক্তিগত ও পারিবারিক কারণে দেশে ফিরতে চাই- সে বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখনো কোনোরকম সাড়া দেওয়া হচ্ছে না। অভি বলেন, দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট পাওয়া আমার সাংবিধানিক নাগরিক অধিকার। আশা করব আমার এই অধিকারের বিপরীতে গিয়ে নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় কারও রাজনীতির অংশ হবে না। আর মনে রাখতে হবে, বাংলাদেশে কোনো কিছুই অপ্রকাশিত থাকে না। 

উল্লেখ্য, প্রায় দুই যুগ ধরে দেশের বাইরে থাকা অভি নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। দলীয় কোন্দলে ১৯৯০ সালে ছাত্রদল থেকে বহিষ্কার হয়। ১৯৯৬ সালে জাতীয় পার্টির (আনোয়ার হোসেন মঞ্জুর) বাইসাইকেল প্রতীক নিয়ে বরিশাল-২ (বাবুগঞ্জ-উজিরপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অভি। ২০০২ সালে দেশ ছাড়েন তিনি। এরপর থেকে কানাডায় বসবাস করছেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে উজিরপুর উপজেলায় গুঞ্জন রয়েছে, দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন গোলাম ফারুক অভি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা প্রচলিত রয়েছে। উজিরপুর উপজেলার বাসিন্দা মাহফুজুর রহমান বলেন, বরিশাল-২ আসনে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি বিপুল ভোটের ব্যবধানে জিতে যাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার