Logo
Logo
×

জাতীয়

মধ্যরাতে যে বার্তা দিলেন আইন উপদেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০১:১০ এএম

মধ্যরাতে যে বার্তা দিলেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আজ রাত ১১ টায় গেজেট নোটিফিকেশন হলো বহুল প্রতিক্ষীত গুম অধ্যাদেশের।

কয়েকদিন আগে হয়েছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ।

আগামী কয়েকদিনের মধ্যে হবে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল আরও লিখেছেন, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে।

আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছি।

পরের নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সাথে এসব আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, আগামীর বাংলাদেশ হবে অনেক বেশি মানবাধিকার বান্ধব ও গণতান্ত্রিক।


Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার