Logo
Logo
×

জাতীয়

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড শিগগিরই: গণশিক্ষা উপদেষ্টা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড শিগগিরই: গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অনুরোধ করে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মসূচি স্থগিত করবে। বছরের শেষে বার্ষিক পরীক্ষাসহ শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে ফেলবেন না। সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত ১১তম গ্রেড শিগগিরই বাস্তবায়িত হবে এবং তাদের অন্যান্য দাবি দাওয়া মেনে নেওয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে।

রোববার দুপুর ৩টায় ভোলার মনপুরা উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় জানান, নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রোধ করা হবে। দুর্গম চরাঞ্চলে শিক্ষকদেরকে বিশেষ ভাতার আওতায় আনা হবে। 

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয় হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫নং কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, অবকাঠামো ও অফিসরুম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকূল পরিবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপদেষ্টা।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিণী ডা. রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার