Logo
Logo
×

জাতীয়

রাজধানীতে কর্মস্থলে যাওয়ার সময় সড়কে প্রাণ গেল জ্যেষ্ঠ সাংবাদিকের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম

রাজধানীতে কর্মস্থলে যাওয়ার সময় সড়কে প্রাণ গেল জ্যেষ্ঠ সাংবাদিকের

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন। রোববার (৩০নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।  গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে রাকিব ভুইয়া তামিম জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে। বর্তমানে সবুজবাগের বাসাবো এলাকায় বসবাস করতেন। তার বাবা ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে তাদেরকে দুর্ঘটনার খবর দেয় পথচারীরা এবং তার বাবাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয।

রাকিব আরও জানান, খবর পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন, এটুকুই শুনেছেন। এর বেশি কিছু জানেন না ছেলে তামিম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ  ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)  মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার